Saturday, December 28, 2024

Reflecting on 2024

2024 শেষ হয়ে এলো। বসে আছি কলকাতার বুকে। গত তিন মাস ধরে। এসেছিলাম পুজোর সময়, কটা দিন থেকে চলে যাওয়ার কথা। But life had other plans.

Every few years আমার জীবন কেমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে, আর আমি তাকে accept করেনি। না করে উপায় ও নেই।  এবার হলো একটা বড় surgery, হঠাৎ করে দেড় মাস বাড়ি থাকতে পারছি, আর কত কিছুই না ভাবছি। কাজে ছুটি, সাড়ে এগারো বছর কাজ করার পরে হঠাৎ এই ছুটি। It feels absolutely blissful. I didn't know I needed a break so bad.

Sabbatical. Medical leave of absence. কলকাতার শীত কাল। সময় কাটাই উল বুনে। বাবার জন্য একটা মাফলার বুনছি। অনেক বাকি। But very therapeutic.

Anyway, কলকাতায় আমি এখনও তন্বী। I'm a 34 year old, 20 year old romantic college goer. Lady Brabourne Economics Department এর বারান্দায় দাঁড়িয়ে আছি এখনও। পার্ক সার্কাস ময়দান দেখছি। শীত কালে সার্কাস বসেছে। চা খাব ভাঁড়ে। কানে প্রেমের গান। মনে দোলা। জীবন না দেখার একটা অদ্ভুত রোমান্স।

And in that moment. Everything seems fine. Realities of aging parents, unanchored and uprooted life, ambitious career, fragmented experience and identity. The humdrum of my daily life. All of it seems distant. Far.

I'm still that 20 year old. Still standing in the verandah. Still peering out of the window waiting for life to happen. While life is very much happening. In all its glory. সময় থমকে দাঁড়ায়। আবার এগিয়েও চলে। What is this duality? What is this contradiction that I feel in my heart? 

My therapist says that midlife crisis is when you look for familiarity, struggle with your identity and crave nostalgia. May be this is it.

Midlife is 34 then, is it? 35?

আমার ডাক্তার আমাকে বললেন "আপনি থাকতে চান কোথায় আগে decide করুন। This is the most important question you need to ask yourself."

"20 বছর পরের প্রশ্ন" - I dismissed his thoughtful suggestion. How can I decide now? In the life that I simultaneously want and I don't , how can I decide now?

May be 20 years later I'll have the wisdom. May be I'll not, even then. 

How are people committing to a particular life? How are people happy with just what they have? How are people choosing? Why is it that I cannot?

আমার জানা নেই।

কি ভাবে যেন কাজের জায়গায় আমি জানি। ঐ একটা জায়গায় আমি জানতাম আমার কি চাই। 

But every other sphere of my life? জানা নেই।

এই প্রশ্ন নিয়েই বাঁচব। সবাই নাকি সব জানে। আমি না হয় নাই জানলাম।

তবে হ্যাঁ একটা কথা জানি,  Regrets নিয়ে বাঁচব না। Life is too short for having regrets. আর হ্যাঁ bitter আমি হব না।

Bitterness will be the end of 20 year old , the one who is still so full of potential, so full of hope.

২০২৪ শেষ হয়ে গেল। 

কি শিখলাম/ জানলাম এবছর? 

1. Cycle চালাতে শিখলাম 
2. Exercise কে ভালবাসতে শিখলাম 
3. নিজের পাওয়ার আর ইনফ্লুয়েন্স কিছুটা চিনলাম 

খালি নিজের ব্যাপারে আর বিশেষ কিছু জানতে পারলাম না । ফান্ডামেন্টাল প্রশ্ন গুলোর উত্তর পেলাম না। তবে হ্যাঁ, to some extent প্রশ্ন গুলো তো পেলাম। Let that count as a win.

২০২৫ এ হয়তো কিছু জানতে পারব। হয়ত কিছু না ও জানতে পারি।  কিন্তু আশা আমি ছাড়ব না।

মনে রূপম ইসলামের গান মাথায় আসছে "যদি ছেড়ে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, জেন আমি ছাড়তে দেব না"

Ironically, he further sings "আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ " - frankly, I don't know. 

May be I'll know in 2025. May be, I'll not.

The following is even after knowing that I don't have a single reader to my blog. Except for myself.

But my wish for you, my dear reader, is for you you to know. Everything that you need to know in this wonderful new year.

Happy New Year!

Friday, December 9, 2022

ফিরে দেখা

হয়তো এই blog টার নাম টা পাল্টানো উচিৎ এবার। ঠিক জানি না যায় কিনা।

জীবনের একটা বড় সময় আমি কলকাতা আর দিল্লী গুরগাঁও এ কাটিয়েছি। adult life ta mainly NCR ei কাটিয়েছি এখনও অবধি। ২০২০-২২ টা একটা blip মাত্র। পড়ে পাওয়া চোদ্দো আনা।

জানি না নিউ ইয়র্কে কতদিন থাকব। ভালই লাগছে এখনও পর্যন্ত। এখানে একা থাকাটা একটা luxury। It is in fact very expensive to live by oneself here but the experience is unparalleled. 

বাড়ির কথা মনে পড়ে না তা নয় but I've been so caught up in settling in to this life that I have barely had any time to reflect . 

তাহলে হঠাৎ আজ কেন? আজ আমার passport renew হয়ে এলো। প্রথম shock হল কত গোল লাগছে এই edition এ! Body image crisis কে for a second সরিয়ে রেখে অন্য details গুলো check করলাম। নাম, place of birth, place of Issuance ইত্যাদি।

New York পড়ে ভালো লাগলো। Place of Issuance.. দশ বছর আগের ছিপছিপে মেয়েটা ভাবেনি যে দশ বছর পর এরকম গোল গাল নিয়ে New York City তে বসে passport renew করাবে।

Well, you win some, You lose some. Though to be honest এই ক্ষেত্রে I won some AND I gained some, I think it's okay. 2022 has been that kind of a year. 

যাই হোক, মারাত্মক erratic এখানকার weather . রোজ weather app দেখে dress up করতে হয়। নতুন হ্যাপা! Anyway, as life chugs along, and I'm settling in, I'm appreciating the journey that I have taken till here. Matter of fact, this weather had me reminiscing about the beautiful Goa life that I was living a year ago. এবছর কোথাও গেলাম না year end এ। তাই গোয়ার কথা ভাবছি।

Class 6 এ Teachers' Day তে নেচেছিলাম এই গান টা তে।

As always কবিগুরু রবীন্দ্রনাথের মতো ভালো আর কেই বা ব্যক্ত করেছেন?

"কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, মনে মনে
মেলে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে"





Monday, May 23, 2022

রাত জাগা গান

বহুদিন পর লিখতে বসলাম।

তাও আবার বাংলায়, ভাবা যায়?!

Never-ending pandemic এর মধ্যে জীবন অনেক পাল্টে গেছে।

Work from home নিয়ে বেঁচে থাকা আর নেটফ্লিক্স এর নেশায় ভুলে যাওয়া সেই blog আজ কেনো মনে পড়ল?

মাহতিম শাকিব এর গান শুনলাম প্রথমবার।

মধু ঝরা ওর গলা। Honestly, কোনোদিন কারো সম্পর্কে এরকম বলবো ভাবিনি।

কেমন যেন হঠাৎ সেই hopeless romantic college girlটা মনের মধ্যে জেগে উঠল।

ভালো লাগলো, খুব।

এরকম যে এখনও অনুভব করতে পারি ভুলে গেছিলাম। As if একটা lost part খুঁজে পেলাম।

 হয়ত কিছুটা মাহতিম এর আওয়াজ, হয়ত কিছুটা এই শহরের হাওয়া, আর বাকিটা the fact that অনেকদিন পরে নিশ্চিন্তে নিজেকে নিয়ে বসতে পারলাম।

Eitherway, it feels good to get back in touch with the not-so-practical, carefree 20 year-old. One who'd walk aimlessly in the rain, endlessly exploring the old city and truly feel at home.

May be that's what it is.

It's truly been a very long time since I last truly felt at home. Even when I've been at home.

I guess, listening to Mahtim's beautiful voice feels like that.

Home.

I wish I could thank him in person.


একা ছিলাম যখন এই ছবিটা তুলেছিলাম - a reminder that, this song need not be interpreted only through the narrow lens of romantic relationship with a significant other.
Rather, নিজের company টা cherish করা is an art, এবং এই গান টা সেই perspective এও দেখা যায়।  কিংবা as a pursuit of higher knowledge.  

The possibilities are endless.

Saturday, January 19, 2019

Her

I have walked many miles to make the journey within self.

When oxygen was thin and I felt breathless I wondered why I came this far.

All the madness of my city life seemed too far to be real.

I hated it.

I loved it.

I met so many different people that I didn't think that I will have a moment's quiet!

But I did.
_____

And I found you.

So close. So near.

And oh, so fresh.

I remembered how much I missed laughing out loud!

Remembered how much I have done in my life and that it is alright to not have done more.

I remembered my worth.

I even remembered to value myself.

I won over my own weaknesses.
___

I encountered you intimately, like never before.

You were there. You were not there.

When the blizzard was biting into my skin.

When my breath was so jagged that I didn't know if I  can take the next step.

When I met with the Kanchenjunga for the first time.

I encountered you. Intimately. Like never before.

___

Where exactly were you hiding all this while?

I asked.

You said, I am but a reflection of all that you are capable of.

A woman who can stand her own ground.

One who owns her life.

One who wins over her fear and anxiety and all the doubts that gnaw at her spirit.

One who can deal with unreasonable clients with ease.

One who can start a task and finish it too.

One who follows through her new year resolutions.

And possibly who exercises daily!

_____

As I came back to the grind of the city life I miss you again.

You're complete, however.

With all your imperfections and your shortcomings.

Your mistakes and your misgivings.

I long to be someone like you.

You - who knows who she is and who lives to be free.

Tuesday, May 15, 2018

Within

Have you looked within yet?

Or are you afraid of what you will find when you look there?

All the calm madness that tears you apart and all the screaming silence that stabs at your heart.

What will you do? Make up your mind.

Don't be a coward, it's time to face your demons.

Thursday, February 22, 2018

Now and later


Now is difficult.

Later should be fine.

Do not lose heart.

Don't fall apart.

Please, be patient.
Let time do its job.

Coz even though, now is difficult.
Later should be fine.

Friday, February 2, 2018

Soon

Where are you headed?

When will you be back?

Let's talk sometime.

"Soon."

And he faded in the dark.