Monday, May 23, 2022

রাত জাগা গান

বহুদিন পর লিখতে বসলাম।

তাও আবার বাংলায়, ভাবা যায়?!

Never-ending pandemic এর মধ্যে জীবন অনেক পাল্টে গেছে।

Work from home নিয়ে বেঁচে থাকা আর নেটফ্লিক্স এর নেশায় ভুলে যাওয়া সেই blog আজ কেনো মনে পড়ল?

মাহতিম শাকিব এর গান শুনলাম প্রথমবার।

মধু ঝরা ওর গলা। Honestly, কোনোদিন কারো সম্পর্কে এরকম বলবো ভাবিনি।

কেমন যেন হঠাৎ সেই hopeless romantic college girlটা মনের মধ্যে জেগে উঠল।

ভালো লাগলো, খুব।

এরকম যে এখনও অনুভব করতে পারি ভুলে গেছিলাম। As if একটা lost part খুঁজে পেলাম।

 হয়ত কিছুটা মাহতিম এর আওয়াজ, হয়ত কিছুটা এই শহরের হাওয়া, আর বাকিটা the fact that অনেকদিন পরে নিশ্চিন্তে নিজেকে নিয়ে বসতে পারলাম।

Eitherway, it feels good to get back in touch with the not-so-practical, carefree 20 year-old. One who'd walk aimlessly in the rain, endlessly exploring the old city and truly feel at home.

May be that's what it is.

It's truly been a very long time since I last truly felt at home. Even when I've been at home.

I guess, listening to Mahtim's beautiful voice feels like that.

Home.

I wish I could thank him in person.


একা ছিলাম যখন এই ছবিটা তুলেছিলাম - a reminder that, this song need not be interpreted only through the narrow lens of romantic relationship with a significant other.
Rather, নিজের company টা cherish করা is an art, এবং এই গান টা সেই perspective এও দেখা যায়।  কিংবা as a pursuit of higher knowledge.  

The possibilities are endless.

No comments:

Post a Comment