Saturday, December 28, 2024

Reflecting on 2024

2024 শেষ হয়ে এলো। বসে আছি কলকাতার বুকে। গত তিন মাস ধরে। এসেছিলাম পুজোর সময়, কটা দিন থেকে চলে যাওয়ার কথা। But life had other plans.

Every few years আমার জীবন কেমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে, আর আমি তাকে accept করেনি। না করে উপায় ও নেই।  এবার হলো একটা বড় surgery, হঠাৎ করে দেড় মাস বাড়ি থাকতে পারছি, আর কত কিছুই না ভাবছি। কাজে ছুটি, সাড়ে এগারো বছর কাজ করার পরে হঠাৎ এই ছুটি। It feels absolutely blissful. I didn't know I needed a break so bad.

Sabbatical. Medical leave of absence. কলকাতার শীত কাল। সময় কাটাই উল বুনে। বাবার জন্য একটা মাফলার বুনছি। অনেক বাকি। But very therapeutic.

Anyway, কলকাতায় আমি এখনও তন্বী। I'm a 34 year old, 20 year old romantic college goer. Lady Brabourne Economics Department এর বারান্দায় দাঁড়িয়ে আছি এখনও। পার্ক সার্কাস ময়দান দেখছি। শীত কালে সার্কাস বসেছে। চা খাব ভাঁড়ে। কানে প্রেমের গান। মনে দোলা। জীবন না দেখার একটা অদ্ভুত রোমান্স।

And in that moment. Everything seems fine. Realities of aging parents, unanchored and uprooted life, ambitious career, fragmented experience and identity. The humdrum of my daily life. All of it seems distant. Far.

I'm still that 20 year old. Still standing in the verandah. Still peering out of the window waiting for life to happen. While life is very much happening. In all its glory. সময় থমকে দাঁড়ায়। আবার এগিয়েও চলে। What is this duality? What is this contradiction that I feel in my heart? 

My therapist says that midlife crisis is when you look for familiarity, struggle with your identity and crave nostalgia. May be this is it.

Midlife is 34 then, is it? 35?

আমার ডাক্তার আমাকে বললেন "আপনি থাকতে চান কোথায় আগে decide করুন। This is the most important question you need to ask yourself."

"20 বছর পরের প্রশ্ন" - I dismissed his thoughtful suggestion. How can I decide now? In the life that I simultaneously want and I don't , how can I decide now?

May be 20 years later I'll have the wisdom. May be I'll not, even then. 

How are people committing to a particular life? How are people happy with just what they have? How are people choosing? Why is it that I cannot?

আমার জানা নেই।

কি ভাবে যেন কাজের জায়গায় আমি জানি। ঐ একটা জায়গায় আমি জানতাম আমার কি চাই। 

But every other sphere of my life? জানা নেই।

এই প্রশ্ন নিয়েই বাঁচব। সবাই নাকি সব জানে। আমি না হয় নাই জানলাম।

তবে হ্যাঁ একটা কথা জানি,  Regrets নিয়ে বাঁচব না। Life is too short for having regrets. আর হ্যাঁ bitter আমি হব না।

Bitterness will be the end of 20 year old , the one who is still so full of potential, so full of hope.

২০২৪ শেষ হয়ে গেল। 

কি শিখলাম/ জানলাম এবছর? 

1. Cycle চালাতে শিখলাম 
2. Exercise কে ভালবাসতে শিখলাম 
3. নিজের পাওয়ার আর ইনফ্লুয়েন্স কিছুটা চিনলাম 

খালি নিজের ব্যাপারে আর বিশেষ কিছু জানতে পারলাম না । ফান্ডামেন্টাল প্রশ্ন গুলোর উত্তর পেলাম না। তবে হ্যাঁ, to some extent প্রশ্ন গুলো তো পেলাম। Let that count as a win.

২০২৫ এ হয়তো কিছু জানতে পারব। হয়ত কিছু না ও জানতে পারি।  কিন্তু আশা আমি ছাড়ব না।

মনে রূপম ইসলামের গান মাথায় আসছে "যদি ছেড়ে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, জেন আমি ছাড়তে দেব না"

Ironically, he further sings "আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ " - frankly, I don't know. 

May be I'll know in 2025. May be, I'll not.

The following is even after knowing that I don't have a single reader to my blog. Except for myself.

But my wish for you, my dear reader, is for you you to know. Everything that you need to know in this wonderful new year.

Happy New Year!

No comments:

Post a Comment