Friday, December 9, 2022

ফিরে দেখা

হয়তো এই blog টার নাম টা পাল্টানো উচিৎ এবার। ঠিক জানি না যায় কিনা।

জীবনের একটা বড় সময় আমি কলকাতা আর দিল্লী গুরগাঁও এ কাটিয়েছি। adult life ta mainly NCR ei কাটিয়েছি এখনও অবধি। ২০২০-২২ টা একটা blip মাত্র। পড়ে পাওয়া চোদ্দো আনা।

জানি না নিউ ইয়র্কে কতদিন থাকব। ভালই লাগছে এখনও পর্যন্ত। এখানে একা থাকাটা একটা luxury। It is in fact very expensive to live by oneself here but the experience is unparalleled. 

বাড়ির কথা মনে পড়ে না তা নয় but I've been so caught up in settling in to this life that I have barely had any time to reflect . 

তাহলে হঠাৎ আজ কেন? আজ আমার passport renew হয়ে এলো। প্রথম shock হল কত গোল লাগছে এই edition এ! Body image crisis কে for a second সরিয়ে রেখে অন্য details গুলো check করলাম। নাম, place of birth, place of Issuance ইত্যাদি।

New York পড়ে ভালো লাগলো। Place of Issuance.. দশ বছর আগের ছিপছিপে মেয়েটা ভাবেনি যে দশ বছর পর এরকম গোল গাল নিয়ে New York City তে বসে passport renew করাবে।

Well, you win some, You lose some. Though to be honest এই ক্ষেত্রে I won some AND I gained some, I think it's okay. 2022 has been that kind of a year. 

যাই হোক, মারাত্মক erratic এখানকার weather . রোজ weather app দেখে dress up করতে হয়। নতুন হ্যাপা! Anyway, as life chugs along, and I'm settling in, I'm appreciating the journey that I have taken till here. Matter of fact, this weather had me reminiscing about the beautiful Goa life that I was living a year ago. এবছর কোথাও গেলাম না year end এ। তাই গোয়ার কথা ভাবছি।

Class 6 এ Teachers' Day তে নেচেছিলাম এই গান টা তে।

As always কবিগুরু রবীন্দ্রনাথের মতো ভালো আর কেই বা ব্যক্ত করেছেন?

"কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, মনে মনে
মেলে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে"





Monday, May 23, 2022

রাত জাগা গান

বহুদিন পর লিখতে বসলাম।

তাও আবার বাংলায়, ভাবা যায়?!

Never-ending pandemic এর মধ্যে জীবন অনেক পাল্টে গেছে।

Work from home নিয়ে বেঁচে থাকা আর নেটফ্লিক্স এর নেশায় ভুলে যাওয়া সেই blog আজ কেনো মনে পড়ল?

মাহতিম শাকিব এর গান শুনলাম প্রথমবার।

মধু ঝরা ওর গলা। Honestly, কোনোদিন কারো সম্পর্কে এরকম বলবো ভাবিনি।

কেমন যেন হঠাৎ সেই hopeless romantic college girlটা মনের মধ্যে জেগে উঠল।

ভালো লাগলো, খুব।

এরকম যে এখনও অনুভব করতে পারি ভুলে গেছিলাম। As if একটা lost part খুঁজে পেলাম।

 হয়ত কিছুটা মাহতিম এর আওয়াজ, হয়ত কিছুটা এই শহরের হাওয়া, আর বাকিটা the fact that অনেকদিন পরে নিশ্চিন্তে নিজেকে নিয়ে বসতে পারলাম।

Eitherway, it feels good to get back in touch with the not-so-practical, carefree 20 year-old. One who'd walk aimlessly in the rain, endlessly exploring the old city and truly feel at home.

May be that's what it is.

It's truly been a very long time since I last truly felt at home. Even when I've been at home.

I guess, listening to Mahtim's beautiful voice feels like that.

Home.

I wish I could thank him in person.


একা ছিলাম যখন এই ছবিটা তুলেছিলাম - a reminder that, this song need not be interpreted only through the narrow lens of romantic relationship with a significant other.
Rather, নিজের company টা cherish করা is an art, এবং এই গান টা সেই perspective এও দেখা যায়।  কিংবা as a pursuit of higher knowledge.  

The possibilities are endless.